‘জাতীয় ঐক্যের নামে তারা অসাংবিধানিক পথে ক্ষমতায় আসতে চায়’

Slider জাতীয়

155601_bangladesh_pratidin_nasim2

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অশুভ শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যের নামে কিছু বর্ণচোরা শক্তি মাঠে নেমেছে।

এরা সবসময় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, অসাংবিধানিক পথে ক্ষমতায় আসতে চায়।
তিনি শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে এই অশুভ শক্তিকে মোকাবিলা করবে ১৪ দল। বিশ্বকাপ ফুটবলে মেসি পেনাল্টি মিস করতে পারেন, কিন্তু আগামী নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেনাল্টি মিস করবেন না।

নাসিম বলেন, নির্বাচন নিয়ে যেকোনো ব্যক্তি বা সংগঠনের পর্যবেক্ষণ নিয়ে মতামত আসতেই পারে। জয়-পরাজয় নিয়ে আলোচনা-সমালোচনা হবেই। নির্বাচন হলো যুদ্ধের মতো। মাঠে যারা থাকবেন তারাই মানুষের মন জয় করতে পারেন।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *