ছবির দৃশ্যে ভাঙা শৌচাগার, বিতর্কে ‘সঞ্জু’!

Slider বিনোদন ও মিডিয়া

untitled-1_2549

ছবিতে একটি দৃশ্যের কারণে অভিযোগ উঠল সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ বিরুদ্ধে। ছবির ট্রেলারে একটি টয়লেট লিকেজের দৃশ্য রয়েছে। দেখা যাচ্ছে শৌচালয়ের পাইপ ফেটে বিষ্ঠা ও বর্জ্য পদার্থ জেলের মধ্যে ছড়িয়ে পড়েছে। এএনআই-এক একটি রিপোর্ট অনুযায়ী, এ দৃশ্য ঘিরেই সমস্যা তৈরি হয়েছে।

সমাজকর্মী পৃথ্বী মাসকে দাবি করেন, এ দৃশ্য ভারতের জেলকর্তৃপক্ষ সম্পর্কে খারাপ ধারণা তৈরি করবে। তিনি এ মর্মে সিবিএফসি-র কাছে একটি চিঠিও পাঠিয়েছেন।

তিনি চিঠিতে লেখেন, সরকার ও জেল কর্তৃপক্ষ জেলগুলোর যথেষ্ট দেখভাল করে। আমরা এমন ঘটনা কোথাও শুনিনি। এর আগেও বহু ছবিতে জেল দেখানো হয়েছে কিন্তু এমন দৃশ্য দেখা যায়নি।

সিবিএফসি এ দৃশ্যের বিরুদ্ধে পদক্ষেপ না করলে কোর্টে গিয়ে ছবি স্থগিত রাখার আবেদন করবেন বলেও জানান পৃথ্বী।

বাথরুম ফাটার সেই দৃশ্যপ্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের সঙ্গে সঞ্জয় দত্তের যোগ থাকায়, সেই সময়ে ১৮ মাস শ্রীঘরে ছিলেন সঞ্জুবাবা। সেই ঘটনাই ছবিতে চিত্রায়িত করা হয়েছে। ইতোমধ্যেই ট্রেলারে সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর কাপূর অভিনয় করে দর্শকমাত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *