ভারতের প্রধানমন্ত্রীর মাকে শাড়ি উপহার দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Slider জাতীয় টপ নিউজ ফুলজান বিবির বাংলা বাংলার সুখবর রাজনীতি সারাদেশ সারাবিশ্ব

44273_Hiraben

গ্রাম বাংলা ডেস্ক: চিরপ্রতিদ্বন্ধি দুই দেশ ভারত-পাকিস্তান। দুই মেরুর দুই দেশের মধ্যে শান্তির সু-বাতাস বইতে শুরু করেছে। বিরাজ করছে শীতল অবস্থা। ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে শাড়ি উপহার দিয়েছেন পাকিস্তানেরর প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সংবাদ ভারতের আনন্দবাজারপত্রিকার।

দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ব্যক্তিগত সম্পর্কের মূল্য অনেক বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। সেই ঐতিহ্য মেনে নরেন্দ্র মোদির সাথে সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন নওয়াজ শরিফ। মোদির মা হীরাবেনের জন্য শাড়ি উপহার পাঠিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়ে বড় কূটনৈতিক পদক্ষেপ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। অনুষ্ঠানে শরিফের সাথে তার ‘আবেগপূর্ণ’ কথাবার্তা হয়েছিল বলে টুইটারে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভোটে জেতার পরে মোদিকে মিষ্টি খাইয়েছিলেন হীরাবেন। মোদি টুইটারে জানান, ইসলামাবাদে নওয়াজ শরিফ তার মায়ের সাথে বসে সেই দৃশ্য টিভিতে দেখেন। পাক প্রধানমন্ত্রীর মা আবেগতাড়িত হয়ে পড়েছিলেন বলে শরিফই জানিয়েছিলেন মোদিকে।
এর পর শরিফের মা-কে উপহার হিসেবে শাল পাঠিয়েছিলেন মোদি। সে জন্য তাকে টুইটারে ধন্যবাদ জানান শরিফের মেয়ে মরিয়ম। হীরাবেনের জন্য এ বার পাকিস্তান থেকে এসেছে শাড়ি। ধন্যবাদ জানাতে টুইটারকেই বেছে নিয়েছেন মোদি। বলেছেন, ‘মা’র জন্য দারুণ শাড়ি পাঠিয়েছেন শরিফজি। আমি কৃতজ্ঞ। খুব তাড়াতাড়ি মাকে শাড়িটা পাঠিয়ে দেবো।’
কূটনৈতিক শিবিরের মতে, শীর্ষ স্তরে এই ব্যক্তিগত সম্পর্কের প্রতিফলন অন্য স্তরেও পড়বে বলেই আশা করছে দু’পক্ষ। তাতে অনেক জটিল সমস্যা নিয়ে আলোচনার পক্ষে সহায়ক পরিবেশ তৈরি হতে পারে।
কূটনীতিকদের মতে, এখন এই সৌজন্য দেখাতে গিয়ে কিছুটা ঝুঁকিও নিচ্ছেন শরিফ। কারণ, মোদি জমানার গোড়া থেকেই পাকিস্তানের জঙ্গিরা দু’দেশের সম্পর্কে চিড় ধরাতে চেষ্টা করছে বলে দাবি নয়াদিল্লির। প্রথমে জম্মু-কাশ্মীরে হামলা হয়। পরে আক্রান্ত হয় আফগানিস্তানের হেরাতে ভারতের দূতাবাস। হেরাতের ঘটনার পিছনে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইয়্যেবার হাত রয়েছে বলে জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তার পরে ওই হেরাত থেকেই ভারতীয় সমাজকর্মী অ্যালেক্সেই প্রেম কুমারকে অপহরণ করেছিল জঙ্গিরা।
আফগান সরকার জানায়, আজ তার খোঁজ পাওয়া গিয়েছে। তিনি সুস্থই আছেন। ওই ঘটনায় ১২ জন তালিবান জঙ্গিকে গ্রেফতার করে আফগান নিরাপত্তাবাহিনী। তালিবানের সাথে আইএসআইয়ের সম্পর্ক রয়েছে বলে দাবি করে আসছে ভারত।
কূটনীতিকদের মতে, শরিফের মোদির সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা প্রত্যাশিতভাবেই ভালো চোখে দেখবে না আইএসআই। আর সেনাবাহিনীর কোপে পড়ে পাকিস্তানে গণতান্ত্রিক সরকারের গদি হারানোর ঘটনাও নতুন নয়।
তবে আপাতত শরিফ-মোদি দোস্তি নিয়ে আশায় বুক বাঁধতে আপত্তি নেই সাউথ ব্লকের।
সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *