(FACEBD) এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

Slider সারাদেশ

33743063_1359687354133073_6250443365880430592_n

ফ্রান্স এ্যাসোসিয়েশন অব চাইল্ড ইডু বাংলাদেশ (FACEBD) হলো ফ্রান্সের একটি এ্যাসোসিয়েশন ।এটি প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে।এই এ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য আর উদ্দেশ্য হলো মেধাবী, হত দরিদ্র ছাত্র-ছাত্রীদের সাহায্য করা।আর এই অভিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে, আবারও বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্য সাহায্যের হাত বারিয়ে দিয়েছেন, “এ্যাসোসিয়েশনটির প্রতিষ্ঠাতা খিয়াং নয়ন”।যাতে বাংলাদেশের মেধাবী আর হত দরিদ্র ছাত্র-ছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত না হয়।ঝরে না পরে অঙ্কুরে।তিনি এ বার মানিকগঞ্জ জেলার চারটি স্কুল,
১*রাবেয়া খাতুন আদর্শ উচ্চবিদ্যালয়,
২*আজীম নগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়,
৩*নাতাখোলা উচ্চবিদ্যালয়,
৪*এম.এ.রাজ্জাক আদর্শ উচ্চবিদ্যালয়।

এই চার স্কুলের ৩০০ জন মেধাবী আর দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন এবং শিক্ষা অনুদান বিতরন করেন।তাদেরকে শিক্ষা তথা জ্ঞানের আলোয় উদ্-জীবিত করার অনুপ্রেরনা যোগান।আর আশ্চর্যের বিষয় হলো এই এ্যাসোসিয়েশন টি অতি অল্প সময়ের মাঝে প্রায় অনেক ছাত্র-ছাত্রীদের সাহায্য করেছে। এ্যাসোসিয়েশনটির জন্য যা দৃষ্টান্ত স্বরূপ।এ্যাসোসিয়েশনটির এই শিক্ষা বিষয়ক কার্যকর্ম শুধু মানিকগঞ্জ জেলাতেই সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের সব জেলার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী আর দরিদ্র ছাত্র -ছাত্রীদের জন্য ও কাজ করবে।বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম যাতে স্ব-শিক্ষায় শিক্ষিত হয়ে,জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করতে পারে তথা জাতীর ভবিষ্যত উজ্বল করতে পরে, সে লক্ষ্যেই FACEBD কাজ করে যাবে।

এই এ্যাসোসিয়েশনটি পরিচালনা করতে প্রতিষ্ঠাতা “খিয়াং নয়নের “সাথে যারা সর্বাত্মক ভাবে সাহায্য করছেন তারা হলেন,”ফয়সাল আহমেদ সেতু(ভিপি), খিয়াং সুভ্রো( সম্পাদক),দোলা(কেশিয়ার/কোষাধক্ষ) সিলভেইন(আয়োজক প্রবর্তক/ক্রিয়া প্রবর্তক)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *