খুলনায় ভোটারদের জন্য অঘোষিত কারফিউ: রিজভী

Slider সারাদেশ

c61b065dd745178650c579172701fb25-59da20f239b6a

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের পাশাপাশি খুলনা সিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাণ্ডব চলছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সেখানে (খুলনায়) বিএনপি নেতা-কর্মী ও ভোটারদের জন্য অঘোষিতভাবে চলছে কারফিউ আর আওয়ামী সন্ত্রাসীদের চলছে ফাঁকা মাঠে উৎসব।’

বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল খুলনায় বিএনপির পোলিং এজেন্টদের ট্রেনিং দেওয়ার সময় ১০-১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। শিল্প এলাকায় দা-রামদা নিয়ে বাড়ি বাড়ি আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে।’

রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশ তৈরি না করে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় খুলনাকে এখন আতঙ্কের নগরীতে পরিণত করেছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে না পারেন।

রিজভী বলেন, ‘খুলনায় যা হচ্ছে, তা হলো একনায়কতন্ত্রী শাসনব্যবস্থার প্রত্যক্ষ প্রতিফলন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের কোনো ভরসা নেই বলেই আমরা বারবার সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছিলাম, কিন্তু সরকার এ বিষয়ে গ্রিক মূর্তির মতো নিশ্চল ও নিশ্চুপ থেকেছে, যা দুরভিসন্ধিমূলক।’ এ সময় বিদেশি বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা ও গণমাধ্যমকর্মীদের খুলনার ভয়ংকর পরিস্থিতির সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

‘কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতারণা’
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, কোটা সংস্কার আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল ঢেউ সামলাতে না পেরে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দিলেও এখনো গেজেট প্রকাশ না করায় আবারও আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা। যদিও শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার, বাতিল নয়; কিন্তু প্রধানমন্ত্রী ক্রুদ্ধ হয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণার দীর্ঘদিন পেরিয়ে গেলেও গেজেট প্রকাশ করছে না সরকার। আমরা সেদিন বলেছিলাম, প্রধানমন্ত্রীর ঘোষণা কোমলমতি ছাত্রছাত্রীদের প্রতি প্রতারণা ও ধাপ্পাবাজি। আমাদের সেই কথাটিই প্রমাণিত হলো। প্রতারণা না করে অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *