এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৭৭.৭৭ ভাগ

Slider শিক্ষা

3aedb0783b4fb50a88433300b71eb1c3-5

ঢাকা: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৭৭.৭৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ২২৯ জন।

৮টি বোর্ডে পাশের হার ৭৯.৪০ ভাগ। জিপিএ-৫, ১ লাখ ২ হাজার ৮৪৫জন।

মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭০.৮৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৭১ জন।
কারিগরি বোর্ডে পাশের ৭১.৯৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪১৩ জন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দিয়েছেন।

ফল প্রকাশ নিয়ে বেলা একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী। বেলা দুইটার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ৮ মার্চ।

এ বছর এসএসসি পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যাচাই-বাছাইয়ে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এসএসসি পরীক্ষায় ১৭টি বিষয়ের মধ্যে ১২টিতেই নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের ‘খ’ সেট প্রশ্নপত্র ফাঁস হয়েছে।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের কিছু বেশি।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *