মাসুদ পারভেজ চৌধুরী(কাপাসিয়া প্রতিনিধি)
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, তথ্যই জ্ঞান, তাই তথ্য ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। গাজীপুর জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন উদ্যোগে কাপাসিয়ায় দুই দিন ব্যাপি শিশু মেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
গত কাল মঙ্গলবার বিকালে কাপাসিয়া উপজেলা চত্বরে সকালে র্যালি, ওরিয়েন্টেশন কর্মশালা মেলায় প্রধান অতিথি ছিলেন সিমিন হোসেন রিমি এমপি।
সিমিন হোসেন রিমি এমপি বলেন, অর্থনৈতিক ভাবে আমাদের সাবলম্বী হতে হলে নারীদের শিক্ষা ও অধিক পরিশ্রম করতে হবে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাকছুদুল ইসলাম, জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওত হুসেন প্রধান,ডাঃ খাইরুল আনাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার, মহিলা সংস্থার চেয়ারম্যান রওশনআরা সরকার, উপজেলা প্রশাসনের কর্মকতা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশনে জন্ম নিবন্ধন, শিশু নির্যাতন, অটিজম সচেতনতা, শিশু পাঁচার, মানব পাঁচার,গ্রাম আদালত, পারিবারিক সহিংসতা কারারক্ষী নারীদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।