প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে বেনিতেজের জয়

Slider সারাবিশ্ব

e791177a-446c-11e8-ab09-36e8e67fb996_1280x720_162101

রবিবার প্যারাগুয়েতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে দেশটির রক্ষণশীল দল কোলোরাডোর প্রার্থী মারিও আবদো বেনিতেজ জয়লাভ করেছেন। প্যারাগুয়ের প্রধান নির্বাচন কর্মকর্তা জাইম বেস্টার্ড এ তথ্য নিশ্চিত করছেন।

জাইম বেস্টার্ড জানান, মারিও আবদো বেনিতেজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

৯৬ শতাংশ ভোট গণনার পর তিনি এ ঘোষণা দেন।

জানা গেছে, প্যারাগুয়ের প্রয়াত স্বৈরশাসকের এক সিনিয়র সহকারির ছেলে মারিও আবদো বেনিতেজ। তিনি নির্বাচনে ৪৬.৪৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

এদিকে, বেনিতেজের নিকটতম প্রতিদ্বন্দ্বী এফরেইন আলেগ্রি পেয়েছেন ৪২.৭২ শতাংশ ভোট। তিনি ধারণার চেয়েও অনেক বেশি ভোট পেয়েছেন।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *