গাসিক নির্বাচন ভাবনা-২৪: দুই সময়ের দুই নেতার অজানা কথা

Slider টপ নিউজ সামাজিক যোগাযোগ সঙ্গী

30709565_375104199656994_5712908348857253888_n

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: প্রায় এক যুগ ধরে ক্ষমতার বাইরে ও ভেতরে থাকা দুই প্রধান রাজনৈতিক দলের দুই প্রজন্মের দুই প্রার্থীর রাজনৈতিক বর্নাঢ়্য জীবন, কারাবরণ, রাজনৈতিক নির্যাতন ও দুই প্রার্থীর দুই ধরণের ঐতিহ্যৃ গাসিক নির্বাচনকে নতুন মাত্রা দিয়েছে। বেশী সময়ের জনপ্রিয় ও কম সময়ে বেশী জনপ্রিয় দুই নেতার এবার লড়াই।

অতীত ঐতিহ্যেৃর ধারাবাহিকতায় ধনাঢ্য ঘরের প্রবীন নেতা ধানের শীষের ও এই প্রজন্মের কৃষকের সন্তান, কম সময়ে ধনাঢ্যকে ছাপিয়ে উঠে নৌকা প্রতীকের লড়াই, একটি ব্যাতিক্রমধর্মী ফ্লেভার দিচ্ছে গাসিক নির্বাচনে। এক যুগের অর্থবিত্ত অনেক যুগের অর্থবিত্তকে ডিঙিয়ে একটি পদে লড়াই সৃষ্টি করার মত বড় চ্যালেঞ্জেই চলছে এবারের নির্বাচন।

প্রধান দুই প্রার্থীর রাজনৈতিক জীবন ও কারাবাস নিয়ে আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে পাবেন নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য।

বিস্তারিত আগামীকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *