ফাঁকা গুলি, টিয়ারশেল ছুঁড়ে শিক্ষার্র্থীদের সরাল পুলিশ

Slider গ্রাম বাংলা

112506_3

ঢাকা: ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান নেয়া শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

বেলা তিনটা থেকে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে অবস্থান নেয়া শিক্ষার্থীদের সরাতে রাত পৌনে আটটার দিকে অ্যাকশন শুরু করে পুলিশ। আন্দোলনকারীদের সরাতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে। এসময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হন। সেখান থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসি হয়ে নীলক্ষেত মোড় ঘুরে কাঁটাবন হয়ে শাহবাগ মোড়ে আসে।

পরে শাহবাগ মোড় অবরোধ করে তারা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে যানজট দেখা দেয়। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় অফিস ছুটির পর দুর্ভোগে পড়েন অনেকে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ি ঢাকার বাইরে ময়মনসিংহ, বগুড়া, রংপুর, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *