নেপাল ট্রাজেডি বাকি তিন জনের লাশ ঢাকায়

Slider জাতীয়

 

110092_an
ঢাকা: নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত  বাকি ৩ জন আলিফুজ্জামান, পিয়াস রায় ও নজরুল ইসলামের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের  ৮ নং গেটে পৌঁছেছে। নেপাল থেকে বিমান বাংলাদেশের বিজি-৭২ ফ্লাইটে আজ বৃহস্পতিবার  বিকাল ৪টা ৫০ মিনিটে বিমান বন্দরে এসে পৌঁছায়। লাশ নিতে ৮ নং গেটে অপেক্ষায় আছেন স্বজনরা।
এ দুর্ঘটনায় নিহত ২৬ জন বাংলাদেশির মধ্যে ২৩ জনের মরদেহ গত সোমবার নিয়ে আসা হয়। শনাক্ত করণে দেরি হওয়ায় তাদের লাশ সোমবার দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
গত ১২ই মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬৭ জন যাত্রী ও চার জন ক্রুসহ ৭১ জন আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

এই দুর্ঘটনায় ২৬ জন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হন। আহত ১০ জন বাংলাদেশির মধ্যে ৭ জন ভর্তি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। বাকি ৩ জনের ২ জন সিঙ্গাপুরে ও ১ জন দিল্লীতে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *