ঢাকা: বিমান দুর্ঘটনায় নিহত ৩৫ জনের ময়নাতদন্ত স¤পন্ন হয়েছে। নিহতদের দেহ শনাক্ত হাওয়ায় কাল পরশুর মধ্যেই স্বজনদের বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন নেপালে সফররত ঢাকা মেডিকেল কলেজের সরানসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ।
তিনি বলেন, ইতিমধ্যে আমরা ৩৫ জনের ময়নাতদন্তের কাজ স¤পন্ন করেছি বাকিদের আগামীকালের মধ্যেই আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। স্বজনদের কাছে এর পরের দিন লাশ হস্তান্তর করতে পারবো। খবর কাঠমা-ু পোস্টের।
উল্লেখ্য আজ সকাল ১১.৩০ কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের শনাক্ত করা এবং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক লুৎফুর কাদেরর নেতৃতে আট সদস্যের চিকিৎসকের একটি দল দুপুরে কাঠমান্ডুতে পৌছায়।