বিএন‌পির মানববন্ধনকে ঘিরে তীব্র যান‌জট

Slider রাজনীতি

132353বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে বিএন‌পির মানববন্ধনকে ঘিরে প্রেস ক্লাব ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

প্লেস ক্লাবের সামনে থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত রাস্তায় গাড়ি চলাচল করছে ধীরগতিতে। এই ধীরগতির কারণে পেছনে যানবাহনের লাইন দীর্ঘ হয়ে সেটা গিয়ে ঠেকছে একদিকে জিরো পয়েন্ট থেকে গুলিস্তান পর্যন্ত, অপর দিকে দৈনিক বাংলা মোড় থেকে মতিঝিল পর্যন্ত। আবার বিপরীত দিকের সড়কেও দেখা দিচ্ছে যানজট। চাপ বাড়ছে কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ পর্যন্ত।

বিএন‌পির এই মানববন্ধনকে ঘিরে সৃষ্টি হওয়া যানজটে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। অনেকে সময় বাঁচাতে পায়ে হেঁটে নিজের গন্তব্যে যাছেন। এতে সাধারণ যাত্রীরা জানান, খা‌লেদা জিয়া‌রে আটকা‌য়ে রাখ‌ছে। বিএন‌পি তো আন্দোলন কর‌বোই ত‌বে বিপ‌দে পর‌ছি আমরা। জ্যাম ঠেইলা যাই-আসি। সময় বেশি লাগে।

উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ১১টায় এ মানববন্ধন শুরু হয়। এর আগে মানববন্ধনে অংশ নিতে সকাল ৯টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড ভাবে জড়ো হয়ে প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। বিএনপির মানববন্ধনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষকদল, শ্রমিকদল ও বিএনপির শরীক দলগুলোর নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *