‘মেসির বাড়ির উপর দিয়ে আপনি উড়ে যেতে পারবেন না’

Slider খেলা

03_1মেসি মানেই নতুন কিছু মেসি মানেই প্রতিপক্ষের প্রেসার বেড়ে যাওয়া। মেসিকে ঘিরে যেমন বিপরীত দলকে আলাদা ছক তৈরি করতে হয় ঠিক তেমনি এবার  বার্সেলোনার এল প্রাত বিমানবন্দর কর্তৃপক্ষকে মেসির জন্য ব্যতিক্রম কিছু ভাবতে হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বার্সেলোনার উপশহর গাভা ও কাস্তেলদেফেলেসের পাশে রানওয়ে সম্প্রসারণ করতে চেয়েছিল। তবে আপাতত প্রকল্পটি বাতিল করা হয়েছে। এর কারণ হলো, বিমানবন্দর থেকে ছয় কিলোমিটার দূরেই মেসির বাড়ি। স্প্যানিশ এয়ারলাইন ‘ভুয়েলিং’এর সভাপতি হ্যাভিয়ের সানচেজ-পিরেতোর ভাষ্য, ‘মেসি যেখানে থাকে, তার ওপর দিয়ে আপনি উড়ে যেতে পারেন না।’

যদিও এর আগে ‘পরিবেশগত এবং আর্থিক কারণে’ বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্প বাতিল করা হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। কিন্তু সম্প্রতি বার্সেলোনার ইএসএডিই বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমকে পিরেতো বলেন, ‘লিওনেল মেসির বাড়ি ওপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ।’

কাস্তেলদেফেলেসের বেল্লামার অঞ্চলে কয়েক মিলিয়ন ইউরো খরচায় নয়নাভিরাম এক অট্টালিকা গড়েছেন মেসি। ভূমধ্যসাগর তীরবর্তী এ বাড়ির সীমানা প্রায় ১০ হাজার বর্গফুট। ফুটবল মাঠ ছাড়াও সুইমিং পুল রয়েছে মেসির বাড়িতে। বার্সেলোনা ফরোয়ার্ড গত বছর বাড়িটি কেনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *