রাজশাহীতে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টা

Slider সারাদেশ

indexরাজশাহী মহানগরীর সোনালী ব্যাংকের কোর্ট শাখায় সুড়ঙ্গ কেটে ডাকাতির চেষ্টা করেছে ডাকাতরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ওই এলাকায় গিয়ে খন্তি, করাত, ছেনি, দা হাতুড়িসহ সুড়ঙ্গ কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের সনাক্ত করা যায়নি।
তবে এরই মধ্যে তারা অনুসন্ধান শুরু করেছেন। দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোনালী ব্যাংকের কোর্ট শাখার পশ্চিম পাশের দেয়ালে দুইজন দুর্বৃত্ত দুই ফিট চওড়া ও দুই ফিট গভীর সড়ঙ্গ খনন করে।
রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ওসি আরো বলেন, সীমানা প্রাচীর ঘেরা ব্যাংক ভবনটির ওই অংশে ভল্ট রয়েছে। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে দুর্বৃত্তরা এ কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। আগে থেকে সুড়ঙ্গ খনন করে কাঠের তক্তা দিয়ে তা কৌশলে ঢেকে রাখার চেষ্টা করছিলো বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, রাত সাড়ে ১০টার দিকে ব্যাংকটির শাখা ব্যবস্থাপককে সঙ্গে নিয়ে ব্যাংকের ভেতর গিয়ে পরিদর্শন করেন নগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *