এমন এক দরজা যার কাছে গেলেই মৃত্যু অবধারিত!

Slider বিচিত্র

gate1গ্রিসের এক প্রাচীন নিদর্শন। দর্শনী তো বটেই। তবে তার বেশি কাছে গেলেই বিপদ। মৃত্যুর অন্ধকার টেনে নিয়ে যায় মানুষকে। বহু বছর ধরে তাই এই জায়গার ধারে-কাছে যায় না কেউ। অবশেষে সেই রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।

‘Hades’ Gate’ নামে পরিচিত এই জায়গা। বর্তমানে এটি তুরস্কের ওয়েস্টার্ন ডেনিজিল প্রদেশে অবস্থিত। জানা যায়, এটির ধারে-কাছে যে কোনও মানুষ বা পশু গেলেই তার মৃত্যু হয়। গবেষণা করে বিজ্ঞানীরা দেখেছেন, এটা নেহাত গল্পকথা নয়। এটাই সত্যি।

সম্প্রতি প্রত্নতত্ত্বের উপর লেখা একটি জার্নালে বিজ্ঞানীরা বলছেন, ওই অঞ্চলে সমানে বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড নির্গত হচ্ছে। আজও পর্যন্ত একইভাবেই বেরিয়ে আসছে বিষাক্ত গ্যাস। আর তাই সেখানে গেলেই মৃত্যু অবশ্যম্ভাবী। তবে সূর্য কোনদিকে উঠছে আর হাওয়া কোনদিকে বইছে, সেটার উপর নির্ভর করে কোনদিক থেকে বেরোবে কার্বন-ডাই-অক্সাইড।

রাতে এত বেশি পরিমাণ গ্যাস বেরোয় যে, এক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে। প্রাচীন গল্পে শোনা যায়, এখানে অনেক মানুষ, ভেড়া, পাখির মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *