অমর একুশে গ্রন্থমেলার ছাব্বিশ দিনে বিক্রির শীর্ষে রয়েছে কবিতা

Slider সাহিত্য ও সাংস্কৃতি

ekhushe mela New Booksঅমর একুশের গ্রন্থমেলা শেষ হতে আর মাত্র বাকি দুদিন । এর মধ্যেই নতুন বই প্রকাশ গত বছরের মেলাকে ছাড়িয়ে গেছে। এবারের মেলার ছাব্বিশ দিনে নতুন বই প্রকাশ পেয়েছে মোট ৪ হাজার ৩৩৬টি। গত বছর নতুন বই এসেছিল মেলায় ৪ হাজার ১২শ টি।

গত মেলায় নতুন বই প্রকাশে শীর্ষে ছিল কবিতা। এবারের মেলার গতকাল পর্যন্ত ছাব্বিশ দিনে শীর্ষে রয়েছে কবিতার বই ১২৯২টি। এর পরই রয়েয়ে ছোট গল্পের বই ৬১৩টি। তৃর্তীয় অবস্থানে রয়েছে উপন্যাস ৫৭৮টি। প্রবন্ধ ২৪১, শিশুতোষ ২১৩, ছড়ার বই ৯৭টি, ইতিহাস ৯৪, বিজ্ঞান ৯১ এবং অন্যান্য বিষয়ে ৭০১টি নতুন বই এসেছে মেলায়। আজ ছাব্বিশ দিবসে মেলায় নতুন বই এসেছে ১১৭টি।

গতকাল প্রকাশিত উল্লেখযোগ্য নতুন বইয়ের মধ্যে রয়েছে, খালেদ হোসাইনের ‘কবিতা সমগ্র, অনিন্দ প্রকাশনী, কুমার প্রীতীশ বল’এর ‘মুক্তিযুদ্ধের ১০টি নাটক, ন্যাশনাল পাবলিশার্স, আবদুল মান্নান সৈয়দের ‘অগ্রন্থিত রচনাবলী, অনিন্দ প্রকাশন, আলী ইমামের ‘নানা প্রসঙ্গ’, কাশবন, উস্তাদ বাবু রহমানের ‘কন্ঠশ্রী স্বাস্থ্যশ্রী’, হাওলাদার প্রকাশনী, বেহুলা প্রকাশনীতে এসেছে বিজয় চাকমার ‘বেহুলা বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *