চালকবিহীন গাড়ি চলতে প্রস্তুত, শুধু কেনার অপেক্ষা

Slider তথ্যপ্রযুক্তি

image_158926.car1-655x360ড্রাইভার ছাড়াই সড়কপথে চলতে প্রস্তুত চালকবিহীন গাড়ি। ইংল্যান্ডের ৪টি জায়গায় চালকবিহীন এই গাড়ির টেস্ট ড্রাইভের প্রস্তুতি চলছে তুঙ্গে। গ্রিনউইচ, ব্রিস্টল, কভেন্ট্রি ও মিলটন কেয়নেস-এ হবে এই টেস্ট ড্রাইভ। এই টেস্ট ড্রাইভের জন্য মোট ১৯ মিলিয়ন পাউন্ড খরচ হচ্ছে। ফলে, সবকিছু ঠিক থাকলে এখন শুধু কিনে নেওয়ার অপেক্ষা!
এই চালক বিহীন গাড়িতে কম্পুউটারে যে অঞ্চল দিয়ে গাড়িটি যাভে তার একটি ত্রিমাত্রিক কাল্পনিক মডেল দেখা যাবে। যাতে বোঝা যাবে সাধারণ মানুষ এই গাড়ি দেখে কী প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কারণ, জনগনের প্রতিক্রিয়া এবং নিরাপত্তার দিকটা বিশেষ নজর দিচ্ছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি।  সূত্র : কলকাতা ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *