গাজীপুরে জুয়া ও হাউজি খেলা বন্ধের নির্দেশ

Slider বাংলার আদালত

 

5d87229f6c46bbf4b7294ebae49e1f92-5784a6232da87মো: আবু বক্কর সিদ্দিক সুমন :
গাজীপুর জেলার বাঘের বাজার এলাকায় নতুন ধারা কালচারাল ইনডোর অডিটোরিয়াম লিমিটেড কর্তৃক পরিচালিত জুয়াসহ সব ধরনের অবৈধ খেলা বন্ধের নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। একই সঙ্গে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। নতুন ধারা কালচারাল ইনডোর অডিটোরিয়াম লিমিটেডের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, গত বছরের ৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি মামলায় পক্ষভুক্ত হন নতুন ধারা কালচারাল ইনডোর অডিটোরিয়াম লিমিটেড। পরে একই বছরের ১০ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ থেকে জুয়া, হাউজি সহ প্রভৃতি খেলার জন্য অনুমতি নেন সংগঠনটি।

তিনি বলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

সাজু বলেন, বাঘের বাজার এলাকায় এই জুয়া খেলাকে কেন্দ্র করে মানুষ মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *