বিশ্ব ইজতেমায় আখেরী মোনাজাত শুরু

Slider জাতীয়

144257Kalerkantho_pic

 

 

 

 

 

গাজীপুর: টঙ্গীর তুরাগ পাড়ে লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়েছে। প্রথম পর্বের মতো শেষ পর্বেও বাংলায় পরিচালিত মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হচ্ছে।

রোববার (২১ জানুয়ারি) বেলা ১০টা ২০ মিনিটে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাত। পরিচালনা করছেন ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা মোহাম্মদ জোবায়ের। এর আগে বাংলা ভাষায় হেদায়েতি বয়ান করেন মাওলানা আব্দুল মতিন।

ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন  জানান, এ বছরের শেষ পর্বের ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হতে ভোর থেকে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা ও দূর-দূরান্ত থেকে বাসে-ট্রেনসহ বিভিন্ন যানবাহনে এবং পায়ে হেঁটে তুরাগ পাড়ে আসতে থাকেন লাখো মুসল্লি।  এ মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার সব আনুষ্ঠানিকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *