এবারও সেঞ্চুরি হল না তামিমের!

Slider খেলা

141623iqbal_kalerkantho_picনা, তামিমের দশম সেঞ্চুরিটা কোনোভাবেই ধরা দিচ্ছে না। ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫, বার্মিংহামে ভারতের বিপক্ষে ৭০, ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৮৪ রানের পর আজ শ্রীলঙ্কার বিপক্ষেও ৮৪ রানে থামলেন দেশসেরা ওপেনার। আকিলা ধনঞ্জয়ার বলে ডিকাভেলার গ্লাভসবন্দি হওয়ার আগে ১০২ বলের ইনিংসে মেরেছেন ৭টি চার এবং ২টি ছক্কা। সাকিবের সঙ্গে দ্বিতীয় উইকেটে তার জুটি ৯৯ রানের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলকে চমৎকার সূচনা এনে দেন তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। শুরুতেই ক্যাচ দিয়ে জীবন পাওয়ার পর তামিমের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন বিজয়। অতঃপর ৩৭ বলে ৩ চার ১ ছক্কায় ৩৫ রান করে থিসারা পেরেরার বলে উইকেটকিপার নিরোশান ডিকাভেলার গ্লাভসবন্দি হন এনামুল।

এই মুহূর্তে ৪১ রানে অপরাজিত সাকিবের সঙ্গী হয়েছেন মুশফিকুর রহিম। ৩০.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৪।

তবে অসাধারণ ব্যাটিংয়ে ৭২ বলে ৫ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৪০তম হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। হাফ সেঞ্চুরির পর হাত খুলতে শুরু করেন দেশসেরা ওপেনার। অপর প্রান্তে সাকিবও দারুণ খেলছিলেন। তামিমের টার্গেটে দশম ওয়ানডে সেঞ্চুরি। কিন্তু আজও দুর্ভাগ্য তামিমের। ফিরতে হল ৮৪ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *