বাজারে আসছে ৬০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন!

Slider তথ্যপ্রযুক্তি

 

100
grambanglanews24.com

 

 

 

 

 

 

 

 

 

বাজারে আসতে চলেছে এমন এক স্মার্টফোন যা দেখলে আপনি চমকে যাবেন। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চির ফোর-কে ডিসপ্লে, রেজোলিউশন 2160×3840৷ বাজারচলতি অন্যান্য স্মার্টফোনের মতো এটি নয়, এই ফোনে রয়েছে তিন তিনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 830 সিপিইউ, সঙ্গে 18 জিবি র‍্যাম৷ ইন্টারনাল মেমোরি 1.2 টিবি (1 টিবি=1024 জিবি)৷

ইউজাররা দু’টি মাইক্রো এসডি কার্ড ইনস্টল করতে পারবেন৷ Monolith Chaconne-এর অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে সংস্থার নিজস্ব Swordfish OS৷ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স৷ 60 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরায় IMAX 6K প্রযুক্তিতে ভিডিও রেকর্ডিং করা যাবে৷

ডুয়াল ফ্রন্ট ক্যামেরা 20 এমপি-র৷ একটি স্মার্টফোনে একসঙ্গে চারটি সিম কার্ড ইনস্টল করা যাবে৷ ব্যাটারি 100 ওয়াট আওয়ার্স-এর৷ হ্যান্ডসেটটি বাজারে আসতে পারে চলতি বছরেই।

গত সপ্তাহেই ‘ভয়েস অন’ টেকনোলজি-সহ Turing Phone Cadenza প্রকাশ্যে এনেছিল সংস্থাটি৷ ওই ফোনে রয়েছে 5.8 ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে, রেজোলিউশন 1440×2560৷ Turing Phone Cadenza-র ইন্টারনাল স্টোরেজ 1 টিবি, অর্থাৎ1024 জিবি৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে আরও 500 জিবি স্টোরেজ জুড়ে দেওয়া যাবে৷ ওই হ্যান্ডসেটটিরও প্রোটোটাইপ তৈরি হয়েছে, বাজারে আসতে আরও এক বছর দেরি রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *