ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী মঞ্চ ভাঙচুর করলো পুলিশ

Slider রংপুর রাজনীতি

chatrodol2
grambanglanews24.com

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভার মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানসহ ১০ জন আহত হয়েছে বলে দাবি বিএনপির। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ আয়োজকদের অনুষ্ঠান বন্ধ করতে বলায় ক্ষিপ্ত হয় নেতা-কর্মীরা। এ সময় শোভাযাত্রা বের করতে চাইলে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশের সদস্যরা অনুষ্ঠানের চেয়ার ও মঞ্চ ভাঙচুর করে। এতে পণ্ড হয়ে যায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও শোভাযাত্রা।

পরে পুলিশ শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করেছে বলে সদর থানা পুলিশের ওসি আব্দুল লতিফ জানিয়েছেন।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, এ ঘটনায় দলের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। আহত নেতাকর্মীরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে পুলিশ সুপার ফারহাত আহমেদের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *