প্রথম প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের সঙ্গে

খেলা

04_157866১৪ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের আসল প্রতিদ্বন্দ্বিতা। একই দিনে কয়েক ঘণ্টা পর অন্য ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট-বলের রোমাঞ্চটা শুরু হয়ে যাবে এর ছয় দিন আগে। ৮ ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি ম্যাচে। প্রতি দলই দুটো করে গা গরমের ম্যাচ খেলবে। সবচেয়ে বেশি চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে প্রস্তুতি পর্ব। এ পর্বে বাংলাদেশ মাঠে নামবে ৯ ফেব্রুয়ারি। সিডনিতে এ ম্যাচে তারা মুখোমুখি হবে ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের। দুই দিন বিশ্রামের পর ১২ ফেব্রুয়ারি গা গরমের দ্বিতীয় ম্যাচে একই মাঠে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে। ১৩ ফেব্রুয়ারি আফগানিস্তান-আরব আমিরাত ম্যাচে শেষ হবে নিজেদের তৈরি করার লড়াই।

প্রস্তুতি পর্ব শেষ হওয়ার পর দিনই শুরু মূল লড়াই। এ পর্বের প্রথম ম্যাচে নামতে বাংলাদেশের অপেক্ষা করতে হবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে আসল লড়াইয়ে মাঠে নামবেন মাশরাফি বিন মর্তুজা-মুশফিকুর রহিম-সাকিব আল হাসান-তামিম ইকবালরা। তারপর একে একে মাশরাফিরা ২১ ফেব্রুয়ারি চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার, ২৬ তারিখ ১৯৯৬-র চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার, ৫ মার্চে স্কটল্যান্ডের এবং ৯ মার্চ তিনবারের রানার্সআপ ইংল্যান্ডের সঙ্গে খেলবে তারা। গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ ১৩ মার্চ। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছয়বারের সেমি ফাইনালিস্ট নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *