মুক্তির পুনর্জন্মে—– রফিকুল ইসলাম মামুন
বেবাক উমেদ মিশে গেছে গাঢ় তিমিরে, অস্তিত্বের তরণীর তলদেশে বেদ করে গাঢ় নোনাজল! উরের জমিনে বোনা শস্য সিক্ত হয় নোনাজলে, সোনালী ফসল জৌলুস হারায় প্রতিদিন । কামার্ত প্রবল পয়স্বিনীর স্রোতে চূর্ণ-বিচূর্ণ হয় জীবন পয়স্বিনীর দুকূল ! চৈতন্যের বুকের চলে অবিরল রক্তক্ষরণ। অপার অর্ণবে দিকভ্রান্ত মাল্লার আর্তি পৌঁছে না কঠিন শিলায়! অক্ষমের হৃদয়ে অগ্নিপাত চলে চৌর্যে। […]
Continue Reading