“আবার এলো একুশ” —এহসানুর রহমান আক্তাবুর
“আবার এলো একুশ” —> এহসানুর রহমান আক্তাবুর আবার এলো একুশ কৃষ্ণচূড়ার লালে, ফাগুনের হাওয়া নিয়ে বিষন্ন সকালে। কোকিল কাঁদিছে বসে শিমূলের চূড়ায়, ছেলেহারা বঙ্গমাতা ছেলের স্মৃতি কুড়ায়। ভাষার তরে অকাতরে প্রাণ দিলো যে দামাল, পলাশ, শিমূল, কৃষ্ণচূড়া তাদের রক্তে লাল। সালাম, বরকত, রফিক, জব্বার বুকের রক্ত ঢেলে, রক্তস্নাত বর্ণমালা […]
Continue Reading