সম্ভ্রম রক্ষা হলেও জীবন শঙ্কায় শামীমা

  ঢাকা; নারী লোলুপ পাষণ্ডরা আসে অন্ধকারে। মধ্যরাতের নিস্তব্ধতায়। প্রাচীর টপকে। ঘরের বন্ধ দরজা খুলে হামলে পড়ে ঘুমন্ত কিশোরী শামীমা আক্তার (১৫)-এর ওপর। তার সম্ভ্রম লুটে নেয়ার চেষ্টায় প্রতিরোধ গড়েন তিনি। এক পর্যায়ে চিনেও ফেলেন দুর্বৃত্তদের। এরপর হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে শামীমাকে ক্ষত-বিক্ষত করে অপরাধীরা। মাথায়, মুখে ও কপালে অসংখ্য আঘাত। আঘাত করা হয়েছে […]

Continue Reading