জেলা প্রশাসন,বরিশালের আয়োজনে দুর্গাসাগরে নবান্ন উৎসব অনুষ্ঠিত
প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : সারা দেশের ন্যায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগেও বরিশালস্থ মাধবপাশা দুর্গাসাগর দিঘীর পাড়ে আজ ১লা অগ্রহায়ণ ১৫ নভেম্বর মঙ্গলবার নবান্ন উৎসব পালিত হয়েছে। এ উৎসব উপলক্ষে বর্নিল সাজে সজ্জিত করা হয় উৎসবের স্থানটি। শেরেবাংলা একে ফজলুল হক গেটে নবান্ন উৎসবের নামাংকিত সুসজ্জিত ব্যানারটি উৎসবের দর্শনীয় শোভা বর্ধন করে। […]
Continue Reading