সাংবাদিক উৎপলকে পাওয়া গেল ভুলতায়

Slider বিচিত্র

4fadd7737ecd4746e1bb3a9f5231cdaf-5a39cd7232668

 

 

 

 

নিখোঁজের ২ মাস ১০ দিন পর সাংবাদিক উৎপল দাসের খোঁজ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের ভুলতায় কে বা কারা তাঁকে রেখে গেছে।

গত রাত ১২টা ৫০ মিনিটে থেকে উৎপলের মুঠোফোনে কল দেওয়া হয়। ফোন ধরলে তিনি উৎপল কি না, জানতে চাইলে অপর প্রান্ত থেকে হ্যাঁ সূচক জবাব দেওয়া হয়। বলা হয়, তিনি ভালো আছেন, সুস্থ আছেন। পরে কথা বলবেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রাত একটায় বলেন, ভুলতার আধুরিয়া এলাকার শাহজালাল ফিলিং স্টেশনের সামনে থেকে উৎপলকে উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ভুলতা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে।

রাত সাড়ে ১২টার দিকে উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস বলেন, উৎপল তাঁকে ফোন করে বলেছেন তিনি ভুলতার গাউছিয়ায় আছেন। কাল (আজ বুধবার) যেন সেখানে তাঁকে আনতে যান।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের যুগ্ম মহাসচিব পুলক ঘটক বলেন, উৎপলের সঙ্গে তাঁরও কথা হয়েছে। উৎপল তাঁকে বলেছেন, তিনি নিরাপদ ও ভালো আছেন। বুধবার সকালে বাড়ি ফিরবেন।

b9e85898521d1392078adc3c97461608-5a39cd7232da1

 

 

 

 

উৎপলের বন্ধু দৈনিক সমকাল-এর সাংবাদিক রাজীব আহাম্মদ বলেন, উৎপল তাঁকে ফোন করে বলেছেন রাত ১২টার দিকে কে বা কারা রেখে গেছেন। তবে উৎপল কোথা থেকে কোন পরিবেশ ও কী অবস্থায় কথা বলছেন সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

গত ১০ অক্টোবর নিখোঁজ হন অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিম বিডি ডট নিউজের প্রতিবেদক উৎপল দাস। এ ঘটনায় ২২ অক্টোবর ওই সংবাদমাধ্যমের পক্ষ থেকে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন উৎপলের বাবা একই থানায় আরেকটি জিডি করেন।

চিত্তরঞ্জন দাস জিডিতে উল্লেখ করেন, মতিঝিলের স্টক এক্সচেঞ্জ ভবনে উৎপলের কর্মস্থল। ১০ অক্টোবর দুপুরে তাঁর মা বিমলা রানী দাসকে ফোন করে উৎপল বলেছিলেন, তিনি অফিসেই আছেন। এরপর তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *