বিদেশ থেকে এসে নিজের গ্রামের জন্য বিদ্যুৎ এনেছিলেন নাসার প্রজেক্ট ম্যানেজার মোহন ভারগভ ওরফে শাহরুখ খান। ছবির নাম স্বদেশ।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবিটির কথা কমবেশি সকলেই জানে। কিন্তু, জানেন কী ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে?
সম্প্রতি পরিচালক আশুতোষ গোয়াড়িকর স্বদেশে আমিরের ভূমিকা নিয়ে দুটি ছবি পোস্ট করেছেন। গত পরশু ১৩ বছরে পা দিয়েছে শাহরুখ অভিনীত সেই ছবি। সেই ছবির স্মৃতিচারণে ছবি দুটি সবার সঙ্গে শেয়ার করেন আশুতোষ গোয়াড়িকর।
ছবিটি ১৩ বছর আগের। যেখানে একসঙ্গে ধরা পড়েছেন শাহরুখ ও আমির। তবে ছবিতে অভিনয় করেননি আমির। তাঁর হাতে হয়েছিল ছবির শুভ মহরত পূজা। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ছবিটি।
জাতীয় পুরস্কার পাওয়ার পাশাপাশি ছবিটি রেকর্ডও করেছিল। নাসায় প্রথম দেখানো হিন্দি ছবির রেকর্ড রয়েছে স্বদেশের।
জানা গেছে, সেই বছরই ছবিটি ফ্লোরিডায় নাসারর দপ্তরে দেখানো হয়েছিল ছবিটি। ছবিটিতে নাসার নাম ব্যবহার করা হয়েছিল। পরিচালক আশুতোষ গোয়াড়িকর নাসার কাছে তাঁদের নাম ব্যবহারের অনুমতি চেয়েছিল। সেই অনুমতি দিয়েছিল নাসা। পাশাপাশি ছবিটি সেখানে দেখানোর কথাও হয়।
স্বদেশে শাহরুখ খানকে নাসার-র প্রোজেক্ট ম্যানেজারের ভূমিকায় দেখা গিয়েছিল। আশুতোষ গোয়াড়িকরের একাধিক ছবিতে কাজ করেছেন আমির। সারফারোশ, লাগান, বাজ়ি অন্যতম। স্বদেশের শুটিংয়ের সময় আমির মঙ্গল পান্ডের শুটিং করছিলেন বলে জানা গেছে।