ওয়াশিংটনে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩

Slider টপ নিউজ সারাবিশ্ব
 f7c654e631a94a98f73f29275519bfe4-5a381bb549373


 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার সকালে ব্যস্ততম সময়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত ১০০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াশিংটনের দুটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিবিসির খবরে জানা যায়, আমট্র্যাক নামে একটি প্রতিষ্ঠান ওই ট্রেনটি পরিচালনার দায়িত্বে ছিল। গতকাল প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালু করে। ট্রেনটির লাইনচ্যুত বগিগুলো খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে নিহতদের সংখ্যা আর বাড়ানোর আশঙ্কা নেই।

আমট্র্যাকের মুখপাত্রের ভাষ্য, ট্রেনে ৭৭ জন আরোহী ছিলেন। ট্রেনের প্রকৌশলী মাথায় আঘাত পেয়েছেন।

সিয়াটল থেকে পোর্টল্যান্ড যাওয়ার পথে ডিউপন্টে দুর্ঘটনায় পড়ে যাত্রীবাহী ট্রেনটি। ছবি: রয়টার্স

ট্রেনটি সিয়াটল থেকে পোর্টল্যান্ড যাচ্ছিল। পথে ডিউপন্টে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা।

সিএনএনের খবরে বলা হয়, ট্রেন দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পিয়ারস ও থার্সটন কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওয়াশিংটনের গভর্নরের কার্যালয় থেকে এই জরুরি অবস্থা জারি করা হয়।

এদিকে ট্রেন দুর্ঘটনার খবর জানার পর টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওয়াশিংটনের এই দুর্ঘটনা দেখিয়ে দিচ্ছে কেন আমাদের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার দ্রুত অনুমোদন জরুরি। তিনি বলেন, হোয়াইট হাউস থেকে ওই দুর্ঘটনার উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *