“রূপসী বাংলা” ———-এহসানুর রহমান আক্তাবুর।

Slider সাহিত্য ও সাংস্কৃতি

25466056_2004064246519533_1230448036_n

 

 

 

 

 

 

 

“রূপসী বাংলা” 

———-এহসানুর রহমান আক্তাবুর।

কী অপরূপ – তোমার সরূপ, মাতৃভূমি মাগো!

দিবস-রাতি – প্রীতির বাতি, জ্বেলে তুমি জাগো।

সবুজ মায়া – শ্যামল ছায়া, মেঠো পথের বাঁকে,

ভদুপুরে – বাঁশির সুরে, রাখাল ছবি আঁকে।

ফুলের বুকে – আপন সুখে, মৌমাছিরা হাসে, আকুল করা – হৃদয় ভরা,

সুবাস ভেসে আসে। কলকলিয়ে – বন দলিয়ে,

ছুটছে ঝর্ণাধারা, চোখ থেমে যায় – বনবীথিকায়,

রূপে পাগলপারা। রূপালি সব – মাছে সরব, নদীর মিষ্টি জলে,

ঢেউ মাড়িয়ে – দাঁড় বাড়িয়ে, পালের নৌকা চলে।

কলসি কাঁখে – নদীর বাঁকে, গাঁয়ের বধূ হাঁটে,

ছাগল ছানা – তানা-নানা, খেলছে মেঠো বাটে।

শস্য শিষে – থাকে মিশে, কৃষকের সুখ আশা,

সোনার মাটি – ফলায় খাঁটি, রবিশস্য খাসা।

পাটের আঁশে – স্বপ্ন হাসে, হাসে কৃষকের চোখ,

শস্য পাতে – ভোর প্রভাতে, শিশিরে ভেজা সুখ।

সবুজের রূপ – মন কাড়ে খুব, আকাশ মিশেছে নুয়ে,

নীলিমার নীল – সবুজে বিলীন, গাঁয়ের প্রান্ত ছুঁয়ে।

পাহাড়ের শির – আকুল অধীর, রূপের ঢালি নিয়ে,

সবুজের বুক – বিলায় যে সুখ, সবুজাভ প্রেম দিয়ে।

একতারা সুর – তান সুমধুর, বাউলের হাত সাধে,

আঁকাবাঁকা – সবুজ ঢাকা, মায়ায় তারে বাঁধে।

পুকুর পারে – লেবুর ঝাড়ে, দোয়েলের শিস শুনি,

রূপের ভূমে – চুমে চুমে, সবুজের বীজ বুনি।

রচনাঃ ১৬ ডিসেম্বর, ২০১৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *