ঘুনপোকা পোড়াও
————মীর মোহাম্মদ ফারুক
গাড়ীর হ্যান্ড ব্রেক হাতে নাই,
নাইমা গেছে পায়ে।
বামপন্থিরা বামে নাই,
জোট বাইন্ধা মাঝে।
সেক্যুলার হইতে গিয়া,
কম্যূনিষ্ট সব লেজে।
লেজুরবৃত্তি করতে গিয়া,
সমাজতন্ত্র লাটে।
ক্ষমতারই লড়াইয়েও আজ
রাজাকাররা আছে।
দান খয়রাত খাইতে খাইতে,
পাকা হইয়া বসছে।
ঢাকের কাঠি ছিল যারা ক্ষমতারই পথে,
আগামী দিন দন্ড মুন্ডের কর্তা তারাই হবে।
বানর যদি লাঠি পায় তাহারই হাতে,
দেশদরদী দেশবাসী, মনিবের কি হবে?
এখনো ভাই সময় আছে, ঐক্যবদ্ধ হও।
শরকী বল্লম হাতে লইয়া রাজাকার খেদাও।
সকলে মিলিয়া আগে ঘুনপোকা পোড়াও,
পরম সুখে শত বছর রোদ পোহাইয়া যাও।