পিয়াঁজ ও সোফিয়া
——————————নূরুল মামুন
পিয়াঁজ ঝাঁঝে
কপাল ভাঁজে
চোখে জমে পানি,
কেউ দেখে না
কেউ শোনে না
টানি জীবন ঘানি।
.
একশ বিশে
কষ্ট কিসে
এইতো আছি সুখে,
পকেট ফাঁকা
সেজে বোকা
শুকনো হাসি মুখে।
.
রঙ্গ রসে
বঙ্গ দেশে
সোফিয়ার আগমন,
ব্যথা বুকে
হাসি মুখে
করি সবাই বরণ।
.
আমার দেশে
রানীর বেশে
ধনাঢ্য সোফিয়া,
যত্ন আত্তি
দিবা রাত্রি
করি উজাড়িয়া।
.
খরচ করি
টাকা কড়ি
দিব না হয় পিয়াঁজ,
মুগ্ধ হবে
তিনি তবে
বাদ্য বাজাও সব আজ।
“”””””””‘”””””””””””‘”‘””””””””””‘””
রচনা: ১১ /১২/১৭ সকাল ৮টা
.
খবর: পিয়াঁজের কেজি ১২০/ টাকা আর সোফিয়াকে আনা বাবদ ১২ কোটি টাকা খরচ