ঢাকাঃ রাজধানীর উত্তরায় আবাসিক প্লটে অবৈধ বানিজ্যিক স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সোমবার দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন গরীবে নেওয়াজ রোড ও ১৩নং সেক্টরের আবাসিক প্লটে অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনাগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয় ।
এসময় রাজউকের শর্ত ভঙ্গ করে পার্কিং বিহীন ভবন নির্মাণ করায় কিছু ভবনও উচ্ছেদ করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এর নেতৃত্বে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে আবাসিক প্লটে গড়ে ওঠা ফার্নিচারের দোকান, হোটেল এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপগুলো উচ্ছেদ করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার প্রতিবেদককে জানান, অবৈধ ভাবে আবাসিক প্লটের বানিজ্যিক ব্যবহার এবং পার্কিং এর জায়গায় দোকান ও স্থাপনা উচ্ছেদ এটা রাজউকের চলমান অভিযানের একটি অংশ। এরই অংশ হিসেবে উত্তরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।তিনি আরো বলেন,পর্যায়ক্রমে অবশিষ্ট অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হবে।