ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য দারুণ সুযোগ। কমপক্ষে ১ হাজার ইঞ্জিনিয়ারকে চাকরি দেবে স্যামসাং। আগামী বছরেই দেশের নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে ১ হাজার ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হবে। তার মধ্যে কেবল আইআইটি থেকেই সুযোগ পাবেন ৩০০ জন। আগামী তিন বছরের মধ্যে আড়াই হাজার জনকে চাকরি দেবে স্যামসাং। সম্প্রতি স্যামসাং ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, মেশিন লার্নিং, বিগ ডেটা, বায়োমেট্রিকস ক্ষেত্রগুলিতে ভারতীয় প্রতিভাদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্যামসাং-এর গ্লোবর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দীপেশ শাহ।
ভারতে স্যামসাং-এর তিনটি রিসার্চ ও ডেভলপমেন্ট সেন্টার রয়েছে যথাক্রমে বেঙ্গালুরু, নয়ডা ও দিল্লিতে। এর মধ্যে বেঙ্গালুরু সেন্টারটি কোরিয়ার বাইরে স্যামসাংয়ের বৃহত্তম প্রকল্প।
প্রসঙ্গত, গত বছর দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ৮০০ জনকে নিয়োগ করেছিল এই কোরীয় সংস্থা। আইআইটি থেকে সুযোগ পেয়েছিলেন ৩০০ জন।
সূত্র: ইন্টারনেট