গাজীপুরে দুই ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত সোয়া ২টার দিকে সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় ওই দুই ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়।
আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, রবিবার রাতে ওই এলাকার মাহফুজ ও উজ্জল মিয়ার দুটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঝুট মালিকরা।
।