চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন পররমাণু অস্ত্র নির্মূলে বিশ্বের ১০১টি দেশের ৪৬৮টি সংগঠন নিয়ে কার্যক্রম পরিচালনাকারী আন্তর্জাতিক প্রচারাভিযানকর্মীদের জোট ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন (আইসিএএন)। আজ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরওয়ের অসলোতে অনুষ্ঠিত হচ্ছে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান।
আন্তর্জাতিক ওই সংগঠনের অংশীদারী সংগঠন পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ বিষয়ক চিকিৎসকদের আন্তর্জাতিক ফোরাম ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান্স ফর দি প্রিভেনশন অব নিউক্লিয়ার ওয়ার (আইপিপিএনডব্লিউ) এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ থেকে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। একাধারে তিনি আইসিএএন এর অংশীদারী সংগঠন ফিজিশিয়ান্স ফর সোস্যাল রেসপনসিবিলিটিরও সভাপতি।
নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিএসএমএমইউর ভিসির সঙ্গে আরো যোগ দিয়েছেন বিএসএমএমইউ কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগম, ফিজিশিয়ান্স ফর সোস্যাল রেসপনসিবিলিটির সাধারন সম্পাদক ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. একেএম সালেক, সহকারী অধ্যাপক ডা. মশিউর রহমান খসরু ও কোষাধ্যক্ষের সহধর্মিনী ড. শায়েস্তা শাহীন।
১৪ ডিসেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।