আদালত প্রতিবেদক: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েলকে শেরেবাংলা নগর থানার বিস্ফোরক আইনের মামলায় একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকার মহানগর আহসান হাবীব এ রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, শেরেবাংলা নগর থানার পুলিশ আজ স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েলকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।
জুয়েলের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, পুলিশের সাতদিনের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে এ আদেশ দেন।
গতকাল শুক্রবার শেরেবাংলা নগর থানার পুলিশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েলকে আটক করে। এরপর তাঁর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। এ সময় কাদের সহ ৯জনকে আটক করা হয়।