যুক্তরাষ্ট্রের ক্যানসাসের উচিটা শহরে গুলিতে নিহত বাংলাদেশি ছাত্র এম হাসান রহমান বাঁধনের শোক সভা গতকাল রোববার বিকেল চারটায় উচিটা স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। মিড কন্টিনান্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন ক্যানসাস এবং বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন যৌথ উদ্যোগে আয়োজিত এ শোকসভায় বাঙালি কমিউনিটি, উচিটা স্টেট শিক্ষার্থী এবং উচিটা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তা রোনেল হান্ট বলেন, আমরা অনেক দূর এগিয়েছি। তদন্ত চলছে। আপনাদের আশ্বস্ত করছি খুনি যে বা যারা হোক খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
মিড কন্টিনান্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন ক্যানসাসের সাধারণ সম্পাদক মাহমুদ এম করিম বলেন, বাঁধনের জন্মের পর মা হাসান রহমান বাঁধন (সুন্দর কাজের বন্ধন) অর্থপূর্ণ নাম রেখেছিলেন।
প্রকৌশলী রুপন কান্তি দেব বলেন, উচিটা শহরের প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে বাঁধন।
বন্ধু শুভেচ্ছা চক্রবতী বলেন, বাঁধন তাঁর স্বপ্নের খুব কাছাকাছি গিয়েছিলেন।
বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের নবনির্বাচিত সভাপতি তানিয়া আকতার বলেন, একজন প্রতিশ্রুতিশীল ছাত্রের নির্মম মৃত্যু রহস্য উন্মোচন করে খুনিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হোক।
শোক সভায় এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বালন করে বাঁধনকে স্মরণ করা হয়েছে।
বাঁধনের লাশ মঙ্গলবার সকালে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় পৌঁছাবে।m