“উদাসী কোমার চিঠি” ——————————————আরশি নগর

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সাহিত্য ও সাংস্কৃতি

 

22815417_1737242029916700_460785989834640908_n

 

 

 

 

 

 

 

 

“উদাসী কোমার চিঠি”
——————————————আরশি নগর

অনেক দিনের সঞ্চিত কথা কাগজে বন্দী আজো
বন্ধু তোমরা প্রাণের বীণায় এখনো নিয়ত বাজো।
শেষ ঠিকানাও হারিয়ে ফেলেছি বিশাল পৃথিবী ভিড়ে
শত ব্যথা ভরা পত্র নিয়েই রানার এসেছে ফিরে।

কলেজের সেই বর্ষা পুকুরে তোমরা হয়েছো হাঁস
আমিতো বন্ধু ডোবার ভয়েই সেঁজেছি চন্ডিদাস।
জানো নাকি সেই সমাজকর্মী প্রীতিলতা সেন ভক্ত
এখনও কি সেই নাছোড় তেমনি কমরেডে অনুরক্ত!

চিত্রকর্মে হাতে যশ নেই তবু যে আকঁতো রোজ
এশিয়ার ম্যাপ ঠিক যেন হতো তেলছাড়া ডিমপোচ!
জেনে রাখো বলি হিলিতে সে নাকি বিরহী ভীষণতরো
শুনেছি যে তার রংধনু জুড়ে নীল রঙই নাকি গাঢ়।

বেদোনার রং খুব ব্যথা ভরে নীল রং যদি হয়
আশা ছিলো তুমি কমলা পেরিয়ে উল্লাসী অতিশয়।
আজ যবে এলো পত্র তোমার বুকে লয়ে অভিমান
নিঠুর প্রবাসে বেড়ি পায়ে গাও শেকল ভাঙ্গার গান!

হৃদয় দ্বারের কপাট খুলেছি ক্ষণে মরি ক্ষণে বাঁচি
বন্ধু তুমি কি পেরেছো জানতে আমি যে কোমায় আছি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *