সৌদিকে উপেক্ষা করে জিসিসি সম্মেলনে কাতারকে আমন্ত্রণ কুয়েতের!

Slider সারাবিশ্ব

193645QUET

 

 

 

 

গত কয়েকমাস ধরে কাতারের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব রাষ্ট্রের অবরোধ চলে আসছে। আর সেই বয়কটকে উপেক্ষা করেই কাতারকে জিসিসি সম্মেলনে আমন্ত্রণ জানালো কুয়েত।

বৃহস্পতিবার কুয়েতের গণমাধ্যমে বলা হয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ওই সম্মেলনে কাতারকে আমন্ত্রণ জানানো হয়েছে আজ।

কুয়েতের কুনা সংবাদ সংস্থা জানায়, কুয়েত যেহেতু সৌদি আরবের নেতৃত্বাধীন ওই অবরোধে নেই সেহেতু কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল থানি-কে আগামী ৫ ও ৬ ডিসেম্বর কুয়েতে অনুষ্ঠেয় গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত জুনে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর হঠাৎ করেই কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। তাদের অভিযোগ কাতার চরমপন্থীদের মদদ যোগাচ্ছে এবং গোপনে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে। কিন্তু কাতার ওই অভিযোগ অস্বীকার করেছে।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত জিসিসি একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক ইউনিয়ন। যার সদস্য সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমান ও কুয়েত।

কুয়েত এবং ওমান কাতার অবরোধে যোগ দেয়নি। আর কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ ওই সংকটে মধ্যস্থতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *