গাজীপুর জেলা প্রশাসকের আল্টিমেটাম শেষ। সাড়া দেয়নি স্কুল কতৃপক্ষ।

Slider গ্রাম বাংলা সামাজিক যোগাযোগ সঙ্গী
24172450_10213842950166028_567159235_n
শারমিন সরকার, স্পেশাল করেসপন্ডেন্ট, গাজীপুর অফিস:  সড়কের উপর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানার, তোরণ বা এই জাতীয় প্রচারপত্র সরিয়ে নিতে গাজীপুর জেলা প্রশাসকের দেয়া ৪৮ ঘন্টার আল্টিমেটামের সময় পেরিয়ে গেলেও তেমন কোন প্রভাব  পড়েনি। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যেমে জেলা প্রশাসকের পেজে ওই গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়। ওই হিসেবে ধরে আজ সন্ধ্যা ৬টা ২২মিনিটে ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষ।
বৃহস্পতিবার বিকালে শ্রীপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শ্রীপুর – মাওনা সড়ক, শ্রীপুর – টেংরা সড়ক, শ্রীপুর -বরমী সড়ক সহ বিভিন্ন সড়কের উপর স্থাপিত স্কুলের ব্যানার, তোরণ রয়ে গেছে। শ্রীপুর চৌরাস্তার মতো জনবহুল এলাকায় শ্রীপুর প্রিপারেটরি স্কুলের, শ্রীপুর -টেংরা সড়কে সেন্ট্রাল মডেল একাডেমীর একটি তোরণ দীর্ঘদিন থেকে ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। এছাড়াও সড়কের মাঝখানে আড়াআড়িভাবে টানানো বিভিন্ন স্কুলের বহু ব্যানার শুভা পাচ্ছে সড়কগুলোতে।
 24257617_10213842950206029_2014837469_n
 এছাড়া গাজীপুর মহানগর, টঙ্গী, কালিয়াকৈর, কাপাসিয়ায়, কালিগঞ্জ সহ সকল শহর ও নগরে কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার সামগ্রী সরানো হয়নি।
প্রসঙ্গত: মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে গাজীপুর জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তিতে এক আদেশ জারী করে ৪৮ ঘন্টার মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার সামগ্রী রাস্তাঘাট সহ গুরুত্বপূর্ন স্থান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন।
24273279_10213842950406034_728606222_n
বিজ্ঞপ্তিটি নিম্নরুপ

গণবিজ্ঞপ্তি

এতদ্বারা গাজীপুর জেলার সকল কোচিং সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষক/মালিক/ব্যবস্থাপনা পরিচালক এর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহানগর এলাকাসহ সমগ্র গাজীপুর জেলায় কোচিং সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের ব্যানার, তোরণ, ফেস্টুন বা অনুরূপ প্রচারপত্র সড়ক, মহাসড়কের মাঝে/ পার্শ্বে অথবা যে কোন স্থানে প্রদর্শন বা বিতরণ করা যাবে না। ইতোমধ্যে যে সকল কোচিং সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানার, তোরণ বা অনুরূপ প্রচারপত্র রয়েছে তাঁদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ নিজ দায়িত্বে উক্ত ব্যানার, তোরণ, ফেস্টুন বা অনুরূপ প্রচারপত্র সরিয়ে নেওয়ার জন্য বলা হলো।
অন্যথায় নির্দেশনা অমান্যকারীদের বিরূদ্ধে “দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২” অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আদেশক্রমে

ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর

জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট
গাজীপুর।

এই অবস্থায়, গাজীপুরবাসাী অভিমত, অনতিবিলম্বে জেলা প্রশাসকের আদেশ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *