এম এ কাহার বকুল:লালমনিরহাট প্রতিনিধি;
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আইনের উর্দ্ধে কেউ নয়। আইনশৃংখলা বাহিনীর সদস্য অপরাধ করলেও মাফ পাচ্ছে না। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা আজ বিশ্বে মানবতার নেত্রী হিসেবে স্থান পেয়েছেন। তাই বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।
তিনি বলেন, আগামী দিনে আবারো নৌকা মাকার্য় ভোট দিয়ে উন্নয়নের পক্ষে থাকতে হবে। আওয়ামীলীগ যত বার ক্ষমতায় এসেছে তত বারেই দেশের উন্নয়ন হয়েছে। ধর্মের ভিত্তিতে নয়, ধর্ম নিরোপেক্ষ’র ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই আজ বিশ্বে সৎ শাসক হিসাবে ও মানবতার নেত্রী হিসাবে শেখ হাসিনাই স্থান পেয়েছে ।
তিনি বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলার নব-নির্মিত হাতীবান্ধা থানা পুলিশ ভবন উদ্ধোধন অনুষ্ঠানে পরে স্থানীয় ডাকবাংলো মাঠে জেলা আওয়ামীলীগের এক জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন করে জরিপে এ পর্যন্ত ৭ লক্ষ রোহিঙ্গা নিবন্ধীত হয়েছে। শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়মিত খোঁজ খবরসহ তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে চেষ্টা করে যাচ্ছেন।
মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ অঞ্চলের লোকজন শেখ হাসিনাকে প্রচন্ড ভালো বাসেন আজকের জনসভা তার প্রমাণ। আগামী নির্বাচনে এ আসনে শেখ হাসিনার প্রতিনিধি মোতাহার হোসেনকে আবারও ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
হাতীবান্ধা থানা ভবনে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, এ্যাড. সফুরা বেগম রুমী এমপি, পুলিশের রংপুর রেঞ্জ’র ডিআইজি খন্দকার গোলাম ফারুক, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান।
আওয়ামীলীগের জনসভায় বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, কেন্দ্রীয় মহিলালীগের নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা, হাতীবান্ধা উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খাঁন, পাটগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান শফিক কামাল টারজান, হাতীবান্ধা উপজেলা কৃষক লীগের সভাপতি আলা উদ্দিন মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম সম্পদসহ প্রমুখ।