নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যুতের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি, বাসদ ও বাম মোর্চার ডাকা হরতালের সমর্থনে ফরিদপুরে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দিয়েছে। আজ বৃহস্পতিবার নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে মিছিল বের করলে বেশ কয়েকবার পুলিশ তাতে বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সমর্থনে সিপিবি, বাসদ ও বাম মোর্চার নেতাকর্মীরা সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েকের নেতৃত্বে সকাল থেকে শহরের জনতা ব্যাংক ও আলীপুর মোড়সহ মুজিব সড়কে মিছিল বের করার চেষ্টা করে। তবে প্রতিবারই পুলিশ মিছিলে বাধা দেয়।