এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-
বে-সরকারী বিদ্যালয়ে সরকারী নিতিমালা কি সব সময় মানতেই হবে এটা কে বলেছে- সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব অবাইদুল হক সরকারী বিধিমালা উপেক্ষা করে বার্ষিক পরীক্ষা চলাকালে ৬ষ্ঠ, ৭ম ও নবম শ্রেনীর প্রতিটি শিক্ষার্থী’র কাছে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পেয়ে ২৯ নভেম্বর বিদ্যালয়ে গিয়ে সত্যতা জানতে চাইলে তিনি বলেন বে-সরকারী বিদ্যালয়ে সরকারী নিতিমালা কি সব সময় মানতেই হবে এটা কে বলেছে।
এব্যাপারে বিদ্যালয় মাঠে অভিভাবকদের সাথে কথা হলে তারা জানায়, প্রতিটি পরীক্ষার্থীর নিকট হতে সেসন ফি বাবদ ৬০০ টাকা ও ফি ৮০ হতে ১২০ টাকা পযন্ত বেশী নেওয়া হচ্ছে। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্র/ছাত্রীরা জানায়, পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক ক্লাস রুমে গিয়ে পরীক্ষার্থীদের ধমক দিয়ে বলে তোমরা এ ব্যাপারে কারো কাছে মুখ খুল্লে তোমাদের ফেল করে দেয়ার ব্যবস্থা নিব। অভিভাবকগন সরকারী আইন অমান্যকারী প্রধান শিক্ষক অবাইদুল হকের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবি জানান।
অপরদিকে বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য আশরাফুল ইসলাম, ডাঃ আজিজুর রহমান, সিরাজুল ইসলাম, সাজেনুর বেওয়া ও আজিজুল ইসলাম জানায়, কমিটির সদস্যদের না জানিয়ে প্রধান শিক্ষক ক্ষমতার প্রভাব খাটিয়ে একক সিদ্ধান্তে ছাত্র/ছাত্রীদের নিকট অতিরিক্ত ফি আদায়ের তিব্র প্রতিবাদ জানিয়ে প্রশাষনের আশু হস্তক্ষপ কামনা করেন।