নতুন বছরে বাজারে আসছে দুই সিমের আইফোন

Slider তথ্যপ্রযুক্তি

022234iphone_kalerkantho_pic

 

 

 

 

গত বছর বাজারে ভুয়া খবর ছড়িয়েছিল যে দুই সিমের আইফোন বাজারে আসছে। এরপর থেকে টেক দুনিয়ায় বেশ হইচই পরে গিয়েছিল।

অবশেষে এই গুজবই বাস্তবায়িত হতে চলেছে। যদিও Apple কোনো অফিসিয়ালভাবে কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু টেক এক্সপার্ট মিং-চি কুয়ো জানিয়েছেন Apple সত্যি এবার দুই সিম বাজারে আনছে। কেজিআই’য়ের এই বিশ্লেষক আইফোন সম্পর্কে যে তথ্যগুলো এতদিন দিয়ে এসেছেন, তা সত্যি বলেই প্রমাণিত হয়েছে। তিনিই বলছেন, আগামী বছর OLED পর্দার যে দুটি মডেল আনবে আইফোন তা দুই সিমের হবে। দুটি স্লটের সিমে ডুয়াল স্ট্যান্ডবাই মোডও থাকবে।ম্যাকরিউমার্স থেকে জানা যায়, স্মার্টফোন দুটি কোয়ালকম স্ন্যাপড্রাগন X20 মডেম নিয়ে আসবে। থাকবে Intel এর XMM7560। এগুলো ইন্টেল এবং কোয়ালকমের আগের মডেলে ডেভলপ ভার্সন।

দুটির চিপসেট হবে অনেক শক্তিশালী। কাজেই আরো দ্রুতগতির হবে এদের কার্যক্ষমতা। আরো বলা হচ্ছে, দুই সিমেই এলটিই সংযোগ থাকবে এবং তাদের ব্যবহার করা যাবে। আপাতত মনে করা হচ্ছে, চিপসেট সরবরাহ করবে ইন্টেল।যারা দুই সিম ব্যবহার করেন, তাদের জন্য একটা দারুণ খবর। যারা একাধিক ফোনসেট পকেটে নিয়ে ঘোরেন, তারা দুই সিম ব্যবহার করতে একটি আইফোন কিনে ফেলতে পারবেন। আইফোনের শখটাও পূরণ হবে। শুধু দুই সিমই নয়, আইফোনের অন্যান্য গুণ তো থাকছেই। দুই ফোনেই ফেস আইডি প্রযুক্তি থাকবে। কারণ আইফোন ইউজারদের মধ্যে টাচ আইডি’র পরিবর্তে ফেস আইডি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। সূত্র: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *