অ্যাপলের সাথে গুগল সার্চের চুক্তির মেয়াদ খুব শিগগির শেষ হতে যাচ্ছে। টেক জায়ান্ট বিশ্বব্যাপী বিভিন্ন বাজারে অন্যান্য সার্চ ইঞ্জিন সঙ্গে যুক্ত হতে পারে।
ইয়াহু এবং মাইক্রোসফট উভয়ই সাফারির ডিফল্ট অনুসন্ধান সম্পর্কে অ্যাপল ইন্টারনেট সফটওয়্যার এবং সেবা এসভিপি এডি কিউর সঙ্গে কথা বলে। তবে এক রিপর্টে বলা হয় অ্যাপল প্রাথমিক ভাবে ডাকডাকগো’র সাথে আলোচনা করেছে।
২০১২ সালে অ্যাপল হঠাৎ তার বিল্ট ইন অ্যাপ্লিকেশন থেকে গুগল ম্যাপস বাদ দিয়ে ম্যাপিং অ্যাপ্লিকেশন নিয়ে আসে এবং বিতর্ক সৃষ্টি করে। আইফোন প্রস্তুতকারকরাও স্মার্টফোন থেকে ইউটিউব প্রিলোড বন্ধ করে দেয়।উল্লেখ্য, বর্তমানে আইওএস ডিভাইসে সাফারির ইউআরএল এ সার্চ দিলে তা স্বয়ংক্রিয় ভাবে গুগল সার্চে চলে যায়।