আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ ভোটের অধিকার হরণ করেনি, তা করেছে বিএনপি-জামায়াত। জামায়াত নির্বাচনে অংশ নেয়নি বলে বিএনপি গত নির্বাচনে আসেনি।
জামায়াত আর বিএনপি একই আদর্শের, একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
আজ বুধবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে জেলার আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। বিশ্বের বিভিন্ন দেশ আজ বাংলাদেশের উন্নয়ন দেখে হতবাক হয়ে আছে। তারা এদেশের সকল ক্ষেত্রে উন্নয়নের প্রশংসা করছে।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
।