সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবতী’ এ বছর মুক্তি পাচ্ছে না। সূত্রের খবর, ২০১৮ সালে মুক্তি পাবে রাজপুত রানি পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির কাহিনি নিয়ে তৈরি এই ছবি।
শুরু থেকেই এ ছবি নিয়ে চলছে বিতর্ক। দীপিকাকে যেভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তাতে এ বছর ছবি মুক্তির ঝুঁকি নিতে চাইছেন না ‘পদ্মাবতী’র প্রযোজকরা। বিগ বাজেটের ছবিটি প্রযোজনা করছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স ও বনশালি প্রোডাকশনস।
১ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা ছিল। ছবির শুটিংয়ের সময় থেকেই রাজস্থানের কর্ণি সেনাদের প্রতিবাদ-হিংসার শিকার হচ্ছে ‘পদ্মাবতী’। পদ্মাবতীর চরিত্রে অভিনয় করার কারণে দীপিকার নাক ও মাথা কাটার হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে ছবির ‘আপত্তিকর দৃশ্য’ বাদ দেওয়ার আবেদন খারিজ করে পরোক্ষে ফের সেন্সর বোর্ডের কোর্টেই বল ঠেলে দিয়ে দায় এড়িয়েছে সুপ্রিম কোর্ট।
ভারতের মধ্যপ্রদেশ নিষেধাজ্ঞা জারি করেছে ছবির মুক্তিতে। উত্তরপ্রদেশও একই পথে হাঁটতে চলেছে।
দীপিকার মাথার দাম পাঁচ কোটি টাকা ধার্য করা হয়েছে। পরিচালক, নায়িকা ও নায়িকার পরিবারকেও বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। এরই মধ্যে সিবিএফস আবেদনপত্রে ত্রুটি থাকার জন্য ছবির প্রিন্ট ফেরত পাঠিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে ছবির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হয়েছে প্রযোজনা সংস্থা। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল সে কথা।
এরপর জল্পনা শুরু হয় মুক্তির নতুন তারিখ নিয়ে। বিভিন্ন মহল থেকে নানা খবর শোনা যাচ্ছে। এক সূত্রের খবর, আগামী বছরের গোড়াতেই মুক্তি পাবে পরিচালক সঞ্জয় লীলা বনশালির এই ছবি।
আরেক সূত্র অনুসারে, ফেব্রুয়ারি মাসে মুক্তির দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে যখনই তা মুক্তি পাবে, নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার আশঙ্কা করছেন অনেকে। অনেকে আবার সাম্প্রতিককালের সবচেয়ে আলোচিত এই সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। সূত্র: ইন্টারনেট